• 3 years ago
লোকাল ট্রেনের সাত ও আট নাম্বার বগির মাঝখানে কাপলিং খুলে যাওয়ায় বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেল উলবেরিয়া হাওড়া লোকাল। এরপরেই আতঙ্কিত হতে পড়েন যাত্রীরা, খবর পেয়ে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা সেই লোকাল ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে তুলে হাওড়ায় উদ্দেশ্যে পাঠান। তড়িঘড়ি শুরু হয় কাজ।

Category

🗞
News

Recommended