• 3 years ago
দেশে ফের মাঙ্কিপক্সের থাবা। ফের কেরালা থেকেই মিলল আরও এক আক্রান্তের হদিশ। এই নিয়ে কেরালায় তৃতীয় ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতির হদিশ মিলল। কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এই খবর নিশ্চিত করেছেন। পরপর তিনজন কেরালার বাসিন্দার শরীরে এই মারণ ভাইরাস থাবা বসানোয় উদ্বিগ্ন রাজ্যের প্রশাসন। তবে কি এবার মাঙ্কিপক্সের হটস্পটে পরিণত হয়ে উঠছে কেরালা?

Category

🗞
News

Recommended