সকালেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। জানা গিয়েছে, এবার তাঁর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও আটক করেছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার গোয়েন্দারা। SSC নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের নামও একাধিকবার উঠে এসেছে বলে ED সূত্রে খবর। সেক্ষেত্রে তাঁকে জেরা করে একাধিক নতুন তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে ED।
Category
🗞
News