হটাৎ করেই বিত্তশালী হয়ে উঠেছিল একটি পরিবার! ভাগ্নির সৌজন্যে সরকারি কলের জায়গা বদল করা হয়েছিল ইচ্ছেমতো? যোগ্যতা না থাকা সত্ত্বেও 'প্রভাবশালীর' ভাই হওয়ার সুবাদে পেয়েছিল চাকরি? একাধিক অভিযোগ তুলে SSC নিয়োগ অনিয়ম মামলায় গ্রেফতার হওয়া অর্পিতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁর মামা বাড়ির গ্রামের প্রতিবেশীরা।
Category
🗞
News