হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় শোরগোল। সাপ উদ্ধার হতেই সাপ দেখতে হাসপাতাল চত্বরে ভিড় রোগী থেকে শুরু করে পরিজনেরা। সাপের ছবি তুতে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকেই। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের। বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া সাপটি গোখরো, প্রায় ৬ ফুট লম্বা সাপটির ওজন প্রায় পাঁচ কিলো।
Category
🗞
News