হাতে শাখা-পলা আর পরনে লাল টুকটুকে বেনারসি, নতুন বউয়ের সাজে ফরাসি কন্যা। অন্যদিকে ধুতি পাঞ্জাবীতে বরের সাজে পান্ডুয়ার (Pandua) কুন্তল ভট্টাচার্য। সোমবার রাতে পান্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরে দেখা গেল এমনই এক ছবি। প্রেমের টানে সুদূর প্যারিস থেকে পান্ডুয়ায় চলে এসেছিলেন প্যাট্রিসিয়া। অবশেষে চার হাত এক হল কুন্তল এবং প্যাট্রিসিয়ার।
Category
🗞
News