• 3 years ago
কিছুদিন আগেই যুযুবেন্দ্র চাহাল আর ধনশ্রীর ডিভোর্সের গুঞ্জনে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সবই যে জাস্ট ভুয়ো খবর তা আরও একবার প্রমাণ হয়ে গেল মঙ্গলবার। পায়ে চোট পেয়েছেন, সেই অবস্থাতেও এয়ারপোর্টে চাহালকে ছাড়তে এলেন ধনশ্রী। আর বিদায় নেওয়ার আগে জড়িয়ে ধরলেন যুযুবেন্দ্রকে। মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে থাকল আমাদের ক্যামেরায়।

Category

🥇
Sports

Recommended