• last year
আজ ১৫ ই এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখ সোমবার, বাংলার নূতন বর্ষ ১৪৩১ বঙ্গাব্দের ০২ -রা বৈশাখ। আজকে দিনহাটা ০২ নাম্বার ব্লকের অন্তর্গত, সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত, সেওটি গ্রামের ভারত বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত ধাপরা হাট বাজারের পাশে, একেবারে গ্রামবাংলায় গড়ে ওঠা উচ্চ বিদ্যালয়, "শুকরুরকুটি উচ্চ বিদ্যালয়" (উ:মা:) -র অনুষ্ঠান প্রেক্ষাগৃহে ১৪৩১ -র বর্ষবরণ ও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উৎসব পালিত হলো। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাননীয় শ্রী প্রসন্ন কুমার বর্মন মহাশয় সহ, সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও অশিক্ষক কর্মীবৃন্দ সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী। আজকের উক্ত অনুষ্ঠানে জাতীয় মানের ক্যারাটে কোচ এবং "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র সাধারণ সম্পাদক তথা সমগ্র শিক্ষা মিশন কর্তৃক পরিচালিত বিদ্যালয় গুলিতে, "মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ" -র বিশেষ প্রশিক্ষক ও উক্ত বিদ্যালয়ের ক্যারাটে প্রশিক্ষক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একান্ত আমন্ত্রণে সাড়া দিয়ে স্ব-শরীরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে, সম্পূর্ণ প্রোগ্রাম অনুধাবন করেন এবং একটি ক্ষুদ্র ক্যারাটে প্রদর্শনী তুলে ধরেন। এদিন ডক্টর ভিমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে, এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রসন্ন কুমার বর্মন মহাশয়। এরপর তিনি স্বাগত ভাষণের মাধ্যমে ডক্টর ভিমরাও রামজি আম্বেদকরের জীবনী সম্পর্কে তুলে ধরেন ও সকলকে ১৪০৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা জ্ঞাপন করে শুভ কামনা করেন। এরপর একে একে আরো দুজন শিক্ষক মহাশয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী সম্পর্কে নানান দিক তুলে ধরেন। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কর্তৃক বিভিন্ন ধরনের ক্ষুদ্র অনুষ্ঠান ও শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

Category

🥇
Sports

Recommended