• 2 days ago
ABP Ananda Live: রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। বাধা দেওয়ায় BSF-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। এক BSF কর্মী গুরুতর জখম। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। BSF সূত্রে খবর, বাংলাদেশ থেকে ১৫-২০ জন পাচারকারী ভারতে অনুুপ্রবেশ করে। BSF তাদের আত্মসমর্পণ করতে বলায়, পাচারকারীরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় BSF-কে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। কর্তব্যরত এক জওয়ান গুরুতর জখম হন। পাল্টা গুলি চালায় BSF, ছোড়া হয় স্টান গ্রেনেডও, পরে ওই এলাকা থেকে এক বাংলাদেশি পাচারকারীর দেহ উদ্ধার হয়। 

Category

🗞
News

Recommended