ABP Ananda LIVE: হোয়াটসঅ্যাপে নিয়োগের ভুয়ো নির্দেশ ঘিরে চাঞ্চল্য তৈরি হল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে 'রাতের সাথী ভলান্টিয়ার' হিসেবে ১৩ জনকে চাকরিতে যোগ দেওয়ার ভুয়ো নথি আসে সুপারের হোয়াটসঅ্যাপে। পরে তিনি CMOH-এর সঙ্গে যোগাযোগ করায় গোটা বিষয়টি সামনে আসে। কে বা কারা এই ভুয়ো নথি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।
Category
🗞
News