Skip to playerSkip to main contentSkip to footer
  • today
ABP Ananda Live: আকাশসীমা বন্ধের পর এবার ভারতের জলসীমাতেও পাকিস্তানের নো-এন্ট্রি ? পাকিস্তানের জন্য জলসীমা বন্ধের ভাবনা ভারতের। জলসীমা ও ডাক পরিষেবা বন্ধ করারও পরিকল্পনা ভারতের। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পরপর পদক্ষেপ ভারতের। ২০১৯ সালের ২৭ এপ্রিল ভারতের সঙ্গে ডাক পরিষেবা বন্ধ করে পাকিস্তান। ভারতকে না জানিয়েই ডাক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২০১৯ সালে নভেম্বরে ৩ মাস পরে মেল-পরিষেবা চালু হলেও এখনও বন্ধ পার্সেল পরিষেবা। কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। সীমান্ত এলাকার পাশাপাশি, সাগরেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। আর সেই আবহেই INS Surat যুদ্ধজাহাজ গুজরাতে ঢুকল। গুজরাতের সুরতের নামেই নামকরণ জাহাজটির। আপাতত আদানি পোর্টস এবং SEZ Limited-এর হজীরা বন্দরে নোঙর করা হয়েছে। জাহাটিকে ঘিরে কৌতূহল বাড়ছে স্থানীয়দের।

Category

🗞
News

Recommended