ABP Ananda Live: জামিন পেলেও চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে রাখতে মরিয়া বাংলাদেশ। সন্ন্যাসীর জামিনের বিরোধিতায় আদালতে আবেদন ইউনূস সরকারের। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। চিন্ময়কৃষ্ণের জামিনে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন। গতকাল ৫ মাস জেলবন্দি থাকার পর গতকাল জামিন পান চিন্ময়কৃষ্ণ দাস। জামিন পেলেও সন্ন্যাসীর জেলমুক্তি রুখতে মরিয়া ইউনূস সরকার।
Category
🗞
News