• 8 years ago
07-12-2013
ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার ১১ বছর পূর্তি আজ। জেএমবি জঙ্গিদের সিরিজ বোমা হামলায় সেদিন শিশু ও মহিলাসহ ১৮ জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক। কিন্তু ঘটনার এক দশক পরও শেষ হয়নি আলোচিত এ বোমা হামলার বিচার কাজ। অথচ ৬ বছর আগেই আদালতে অভিযোগ পত্র জমা দেয়া হয়।
৭ ডিসেম্বর, ২০০২। শহরের ৪টি প্রেক্ষাগৃহ অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তায় চলছে সন্ধ্যার প্রদর্শনী। ছবিতে মগ্ন দর্শকদের হতভম্ব করে দিয়ে সামান্য সময়ের ব্যবধানে চারটি সিনেমা হলে বোমা হামলা চালায় জেএমবি’র জঙ্গীরা।
বর্বর সে হামলায় মারা যায় শিশু ও মহিলাসহ ১৮ জন। আহত হয় অর্ধশতাধিক।
ঘটনার প্রায় পাঁচ বছর পর ২০০৭ সালের ৮ অক্টোবর বোমা হামলার সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
১১ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ শুরু না হওয়ায় হতাশ বোমা হামলায় ক্ষতিগ্রস্তরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে হতাহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমান।

Category

🗞
News

Recommended