ABP Ananda LIVE: চটকলে কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে মহিলার গলায় পিছন থেকে 'ছুরির কোপ' । চাঞ্চল্যকর অভিযোগ হুগলির পাণ্ডুয়ায় । গতকাল রাতে কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই মহিলা । অভিযোগ, পান্ডুয়ায়বাড়ির কাছাকাছি এলাকায় দাঁড় করিয়ে তাঁর গলায় ছুরির কোপ মারা হয় । আহত মহিলাকে প্রথমে পাণ্ডুয়া হাসপাতাল , সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ছিনতাইয়ের জন্য নাকি অন্য় কোনও কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ । পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে
Category
🗞
News